মুড়াপাড়া জমিদার বাড়ি ( বর্তমানে মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ), রুপগঞ্জ,নারায়ণগঞ্জ
খুবই সুন্দর পরিবেশ। জমিদার বাড়ির সামনে রয়েছে পুকুর আর পিছনে ও আরেকটি পুকুর।পুকুরের সামনে একটা মাঠ আর মাঠের সামনে মন্দির। বর্তমানে এটি কলেজ হিসেবে চলছে তার পাশে রয়েছে শহীদ মিনার। জমিদার বাড়ীটি খুবই সুন্দর।
আমরা সাইকেল দিয়ে গিয়েছি। ৩০০ ফিট হয়ে রূপগঞ্জ ফেরী ঘাট এবং ফেরী ঘাট থেকে একটু দূরে এই জমিদারবাড়ি। খরচ তেমন একটা বেশি হই নাই মাত্র ৩০ টাকা হয়েছে। সাইকেল ছাড়া গেল ৩০০/৪০০ টাকাই হয়ে যাবে মনে হই।
আর হে দেশটা আমাদের, দেশকে পরিষ্কার রাখা আমাদের দায়িত্ব। সঠিক জায়গাই ময়লা ফেলি যেথাই সেথাই নয়।