ঐতিহাসিক গোয়ালদি মসজিদ | সোনারগাঁ, নারায়ণগঞ্জ
আমরা অনেকে পানামাসিটি দেখতে যায় কিন্তু তার পাশেই রয়েছে সুন্দর এ ঐতিহাসিক মসজিদটি। বর্তমানে মসজিদটি বন্ধ আছে কারণ মসজিদটির এক কোনা ভাংগা। আমরা যদি পানামাসিটি দেখতে যাই তাহলে সাথে এই মসজিদটি দেখে আস্তে পারেন।
পানামাসিটি এর পশ্চিমে কিছু দূর হেটে গেলে এই মসজিদটি পাবেন। আমি সাইকেল দিয়ে গিয়েছি তাই আমার খরচ মাত্র ৩০ টাকা ।
আর হে রাস্তার পাশে যদি ময়লা ফেলে আসেন তাহলে এক মাস পর দেখবেন সেখানে অনেজ ময়লা জমে গেছে পরে আপনি ই বলবেন কত নোংরা সবায় ময়লা সঠিক যায়গায় ফালায় না। সুতরাং যেখানে ই যায় ময়লা আমরা নির্দিষ্ট স্থানে ফেলবো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন