জমিদারবাড়ি কথা শুনলে মনে হয় সে জেনো এক রাজ প্রাসাদ । কতই না পুরানো সেই বাড়ি । তেমনি
তেওতা জমিদারবাড়ি , শিবালয় , মানিকগঞ্জ
- এ রয়েছে এমন এক অনুভুতি । বাড়িটি বিশাল তেমনি এর ভিতরে প্রবেশের নেই কোনো ঠিক ঠিকানা । কোনটা দিয়ে ঢুকলে কই যাবো । সিরি সরু মনে হয় এই ভেঙ্গে গেলো ।
সাইকেল দিয়ে সেই পুরানো জমিদারবাড়ি দেখার মজাই এক অন্যরকম । ক্লান্ত শরীর নিয়ে ৫ মিনিট হেটে চলে গেলেম নদীর বুকে । এলাকাবাসী বলল এটা যমুনা নদী । সব থেকে ভালো লাগল নদীর স্রোত । সব মিলিয়ে অসাধারণ ।
ঢাকা - মানিকগঞ্জ - আরিচা - তেওতা জমিদারবাড়ি
ঢাকা থেকে আরিচার গাড়িতে উঠে আরিচা নেমে অটোতে ১০ টাকা ভাড়া দিয়ে চলে যেতে পারেন তেওতা জমিদার বাড়ি । গোসল করতে ভুলবেন না । বাড়ির পাশে ২০ টাকা প্লেট চটপুটি খুব মজার ।
ঢাকা থেকে আরিচার গাড়িতে উঠে আরিচা নেমে অটোতে ১০ টাকা ভাড়া দিয়ে চলে যেতে পারেন তেওতা জমিদার বাড়ি । গোসল করতে ভুলবেন না । বাড়ির পাশে ২০ টাকা প্লেট চটপুটি খুব মজার ।
আমরা যেখানে যাবো পরিবেশটাকে সুন্দর রাখবো । দেশটা ত আমাদের তাই না । - Shahadat Hossain
Teota Jomider Bari
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন