মঙ্গলবার, ১৯ জুন, ২০১৮

ফরদাবাদ গ্রাম, ব্রাক্ষণবাড়িয়া

ফরদাবাদ গ্রাম, ব্রাক্ষণবাড়িয়া ।
ছোট্ট একটি গ্রাম যার পাশে দিয়ে বয়ে গেছে তিতাস নদী । ছবিতে যায়গাটা সম্পূর্ন এক নতুন অভিজ্ঞতা । দু পাশে বিল তার মাঝদিয়ে একটা রাস্তা । অন্যদিকে রাস্তার পাশ দিয়ে নদী বয়ে গেছে । এই
ভ্রমনে আমি এক নতুন প্রকৃতি দেখতে পাই । সাইকেল দিয়ে চালিয়ে ক্লান্ত শরীর নিয়ে বসে ছিলাম বিলের পাশে আর তখনি এক বৃষ্টি এসে আমাকে একদম নীরব করে ফেলে ।
বিলের মাঝে রয়েছে একটা পুকুর । পুকুরে গোসল করে রওনা দেয় । ইচ্ছা থাকলেও থাকতে পারব না তাই আবারো ফিরে আসবো এই গ্রামের মাঝে ।
আরো ছবি দেখতে চাইলে https://www.facebook.com/rabbyofficials/media_set…
ঢাকা - ৩০০ ফিট - কাঞ্চন ব্রিজ - আড়াইহাজার - মানিকপুর ফেরি ঘাট -বাঞ্ছারামপুর- রুপসদী - ফারদাবাদ
সাইকেল দিয়ে বন্ধুর বাসায় গিয়েছিলাম তাই খরচ হয়নি ।
ময়লা ফেলে নিজ দেশটাকে নোংরা করে কি লাভ । তাই যেখানে যাবো পরিস্কার পরিচ্ছন্ন রাখবো ।














https://www.facebook.com/groups/mail.tob/permalink/10155373283686790/

২টি মন্তব্য: