বৃহস্পতিবার, ২১ জুন, ২০১৮

মুড়াপাড়া জমিদার বাড়ি

মুড়াপাড়া জমিদার বাড়ি ( বর্তমানে মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ), রুপগঞ্জ,নারায়ণগঞ্জ
খুবই সুন্দর পরিবেশ। জমিদার বাড়ির সামনে রয়েছে পুকুর আর পিছনে ও আরেকটি পুকুর।পুকুরের সামনে একটা মাঠ আর মাঠের সামনে মন্দির। বর্তমানে এটি কলেজ হিসেবে চলছে তার পাশে রয়েছে শহীদ মিনার। জমিদার বাড়ীটি খুবই সুন্দর।
আমরা সাইকেল দিয়ে গিয়েছি। ৩০০ ফিট হয়ে রূপগঞ্জ ফেরী ঘাট এবং ফেরী ঘাট থেকে একটু দূরে এই জমিদারবাড়ি। খরচ তেমন একটা বেশি হই নাই মাত্র ৩০ টাকা হয়েছে। সাইকেল ছাড়া গেল ৩০০/৪০০ টাকাই হয়ে যাবে মনে হই।
আর হে দেশটা আমাদের, দেশকে পরিষ্কার রাখা আমাদের দায়িত্ব। সঠিক জায়গাই ময়লা ফেলি যেথাই সেথাই নয়।

বুধবার, ২০ জুন, ২০১৮

ঐতিহাসিক গোয়ালদি মসজিদ | সোনারগাঁ, নারায়ণগঞ্জ



                                           ঐতিহাসিক গোয়ালদি মসজিদ | সোনারগাঁ, নারায়ণগঞ্জ
আমরা অনেকে পানামাসিটি দেখতে যায় কিন্তু তার পাশেই রয়েছে সুন্দর এ ঐতিহাসিক মসজিদটি। বর্তমানে মসজিদটি বন্ধ আছে কারণ মসজিদটির এক কোনা ভাংগা। আমরা যদি পানামাসিটি দেখতে যাই তাহলে সাথে এই মসজিদটি দেখে আস্তে পারেন।
পানামাসিটি এর পশ্চিমে কিছু দূর হেটে গেলে এই মসজিদটি পাবেন। আমি সাইকেল দিয়ে গিয়েছি তাই আমার খরচ মাত্র ৩০ টাকা ।
আর হে রাস্তার পাশে যদি ময়লা ফেলে আসেন তাহলে এক মাস পর দেখবেন সেখানে অনেজ ময়লা জমে গেছে পরে আপনি ই বলবেন কত নোংরা সবায় ময়লা সঠিক যায়গায় ফালায় না। সুতরাং যেখানে ই যায় ময়লা আমরা নির্দিষ্ট স্থানে ফেলবো।



Munshiganj - মুন্সিগঞ্জ






একদিনে মুন্সিগঞ্জে
১- Mirkadim Bridge | আতিকাপুল
২- Idrakpur fort, court Goan, Munshigonj | মুন্সিগঞ্জ দুর্গা
৩- বিক্রামপুর বিহার
৪- পাল বাড়ি । জমিদার বাড়ি
৫- Nateshwar Buddhist Temple
৬- অতিশ দীপংকর এর জন্মস্থান
এই ৬টি দর্শনীয় স্থান ঘুরে আসলাম সাইকেল দিয়ে ।
প্রথমে সেন বাড়ি তারপর একটু দূরে ই মিরকাদিম ব্রীজ । এলাকা বাসী বলল এই ব্রীজ নাকি এক রাতে কারা যেন বানাইছে ।
তার পর মাটির নিচে নাতেশওয়ার নামে একটি প্রাসাদ দেখতে পেলাম ।
তারপর ৬- অতিশ দীপংকর এর জন্মস্থান , জায়গাটা দেখে মনে হল যেন জাপান চলে এলাম আসলে ই সুন্দর তারপর বিক্রামপুর বিহার এবং সব শেষ এ Idrakpur fort, court Goan, Munshigonj | মুন্সিগঞ্জ দুর্গা দেখে এক বিকাল কাটিয়ে দিলাম ।






আপনারা গেলে আরো যা দেখতে পাবেন
১ - Baba Adam Mosque, Munshiganj
বাবা আদম মসজিদ, মুন্সিগঞ্জ
২- Sonarong Jora Moth
সোনারং জোড়া মঠ
৩ - Nagar Kasba
নগর কসবায়
৪ - South Dewsar Baitul Mamur Jame Masjid
দক্ষিণ দেওসার বাইতুল মামুর জামে মসজিদ
৫ - রামপাল রাজা বল্লাল সেনের গজাড়ী গাছের অবকাঠামো
সব গুলো দেখতে হলে অল্প অল্প করে সময় দিতে হবে তাহলে সব গুলো যায়গা দেখতে পাবেন একদিনে ই ।
খরচ - আমার ৮০ টাকা হয়েছে যেহেতু সাইকেল ছিল ।
আর হে যেখানে ই যায় পরিস্কার পরিচ্ছন রাখা আমাদের দায়িত্ব । হ্যাপি জার্নি 


মঙ্গলবার, ১৯ জুন, ২০১৮

ফরদাবাদ গ্রাম, ব্রাক্ষণবাড়িয়া

ফরদাবাদ গ্রাম, ব্রাক্ষণবাড়িয়া ।
ছোট্ট একটি গ্রাম যার পাশে দিয়ে বয়ে গেছে তিতাস নদী । ছবিতে যায়গাটা সম্পূর্ন এক নতুন অভিজ্ঞতা । দু পাশে বিল তার মাঝদিয়ে একটা রাস্তা । অন্যদিকে রাস্তার পাশ দিয়ে নদী বয়ে গেছে । এই
ভ্রমনে আমি এক নতুন প্রকৃতি দেখতে পাই । সাইকেল দিয়ে চালিয়ে ক্লান্ত শরীর নিয়ে বসে ছিলাম বিলের পাশে আর তখনি এক বৃষ্টি এসে আমাকে একদম নীরব করে ফেলে ।
বিলের মাঝে রয়েছে একটা পুকুর । পুকুরে গোসল করে রওনা দেয় । ইচ্ছা থাকলেও থাকতে পারব না তাই আবারো ফিরে আসবো এই গ্রামের মাঝে ।
আরো ছবি দেখতে চাইলে https://www.facebook.com/rabbyofficials/media_set…
ঢাকা - ৩০০ ফিট - কাঞ্চন ব্রিজ - আড়াইহাজার - মানিকপুর ফেরি ঘাট -বাঞ্ছারামপুর- রুপসদী - ফারদাবাদ
সাইকেল দিয়ে বন্ধুর বাসায় গিয়েছিলাম তাই খরচ হয়নি ।
ময়লা ফেলে নিজ দেশটাকে নোংরা করে কি লাভ । তাই যেখানে যাবো পরিস্কার পরিচ্ছন্ন রাখবো ।














https://www.facebook.com/groups/mail.tob/permalink/10155373283686790/

Teota Jomider Bari - তেওতা জমিদার বাড়ি










জমিদারবাড়ি কথা শুনলে মনে হয় সে জেনো এক রাজ প্রাসাদ । কতই না পুরানো সেই বাড়ি । তেমনি
তেওতা জমিদারবাড়ি , শিবালয় , মানিকগঞ্জ
- এ রয়েছে এমন এক অনুভুতি । বাড়িটি বিশাল তেমনি এর ভিতরে প্রবেশের নেই কোনো ঠিক ঠিকানা । কোনটা দিয়ে ঢুকলে কই যাবো । সিরি সরু মনে হয় এই ভেঙ্গে গেলো ।
সাইকেল দিয়ে সেই পুরানো জমিদারবাড়ি দেখার মজাই এক অন্যরকম । ক্লান্ত শরীর নিয়ে ৫ মিনিট হেটে চলে গেলেম নদীর বুকে । এলাকাবাসী বলল এটা যমুনা নদী । সব থেকে ভালো লাগল নদীর স্রোত । সব মিলিয়ে অসাধারণ ।
ঢাকা - মানিকগঞ্জ - আরিচা - তেওতা জমিদারবাড়ি
ঢাকা থেকে আরিচার গাড়িতে উঠে আরিচা নেমে অটোতে ১০ টাকা ভাড়া দিয়ে চলে যেতে পারেন তেওতা জমিদার বাড়ি । গোসল করতে ভুলবেন না । বাড়ির পাশে ২০ টাকা প্লেট চটপুটি খুব মজার ।
আমরা যেখানে যাবো পরিবেশটাকে সুন্দর রাখবো । দেশটা ত আমাদের তাই না । - Shahadat Hossain
Teota Jomider Bari

সোমবার, ২১ মে, ২০১৮

ফেসবুকে আর্জেন্টিনা বিষয়ক পোস্ট দিলেই গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী

গোপন সূত্রের খবর হলেও এটা সত্য যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ব্রাজিলের ভক্ত। তাই ঘরোয়া আড্ডায় তিনি বললেন, যেকোন ভাবে ফেসবুকসহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় আর্জেন্টিনা সমর্থকদের আমরা দমন করবো।
তিনি বলেন, ‘প্রয়োজনে ফেসবুক বা অন্য কোন সোশ্যাল মিডিয়ায় আর্জেন্টিনার সমর্থনে কেউ পোস্ট দিলে তাকে গ্রেপ্তার করা হবে। কারণ, আর্জেন্টিনা ভক্তরা খেলা না বুঝেই সোশ্যাল মিডিয়ার পরিবেশ নষ্ট করে। আর পরিবেশ নষ্ট করা একটি জঘন্য অপরাধ।
বিশ্বকাপের আগে কিংবা খেলা চলাকালীন সোশ্যাল মিডিয়ার পরিবেশ ঠিক রাখতে আর্জেন্টিনা ভক্তদের গ্রেপ্তার করা হবে। এ বিষয়ে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। খেলার সময় কোনো আর্জেন্টিনা ভক্ত পেলেই নিকটস্থ থানায় সোপর্দ করে বিশ্বকাপের পরিবেশ ঠিক রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে।’
(বিশ্বকাপ জ্বরে ইতোমধ্যে আক্রান্ত বাংলাদেশ। বিশ্বকাপ শেষ হওয়ার আগে আপাতত এই জ্বর ভালো হওয়ার কোনো লক্ষণ নেই। এই লেখা সেই জ্বর থামানোর প্রয়াস মাত্র। কেউ বাস্তবে প্রয়োগ করতে গিয়ে থানায় আর্জেন্টিনা সমর্থক ওসি বা এসআই’র হাতে আটক হলে তার জন্য কর্তৃপক্ষ দায়ী নয়।)

মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০১৮

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ

চাঁদ নিয়ে কবি, সাহিত্যিক, শিল্পীদের আগ্রহের কমতি নেই। জ্যোতির্বিদরাও চাঁদের নানা দিক নিয়ে নিরন্তর গবেষণা চালিয়ে যাচ্ছেন। এরই মধ্যে ১৫২ বছর পর আবার একসঙ্গে চাঁদের তিনটি বিশেষ অবস্থার সাক্ষী হতে যাচ্ছে পৃথিবীবাসী। একই সময়ে বুধবার পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে দেখা যাবে বিশাল আকারের নীলাভ উজ্জ্বল চাঁদ। সেইসঙ্গে দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণও।
বাংলাদেশের আকাশেও দেখা যাবে বিরল মহাজাগতিক দৃশ্য। ঢাকায় স্থানীয় সময় সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে আংশিক ও ৬টা ৫১ মিনিটে পূর্ণ চন্দ্রগ্রহণ শুরু হবে। পূর্ণ গ্রহণের মধ্যবর্তী সময় হবে ৭টা ২৯ মিনিটে। চন্দ্রগ্রহণ স্থায়ী হবে মোট ১ ঘণ্টা ১৬ মিনিট। রাত ১০টা ৮ মিনিটে গ্রহণের উপচ্ছায়া পর্যায় শেষ হবে।
এ ছাড়া ৩১ জানুয়ারি সূর্যাস্তের আগে উত্তর আমেরিকার পশ্চিমাঞ্চল থেকে একসঙ্গে দেখা যাবে এ বিরল দৃশ্য। আর আন্তর্জাতিক তারিখরেখার কারণে সূর্যাস্তের পর এশিয়ার মধ্য ও পূর্বাঞ্চল, ইন্দোনেশিয়া, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় এ দৃশ্য দেখা যাবে।
বিজ্ঞানীরা জানান, একসঙ্গে চাঁদের এই তিন অবস্থা অবলোকন বিরল ঘটনা। এ সময় পূর্ণগ্রাস গ্রহণের পাশাপাশি চাঁদকে স্বাভাবিকের তুলনায় আকারে ১৫ ভাগ বড় এবং ৩০ ভাগ উজ্জ্বল ও লালচে কমলা দেখাবে। যার নামকরণ করা হয়েছে 'ট্রাইফিকটা' বা 'সুপার ব্লু ব্লাড মুন'। এই তিন মহাজাগতিক দৃশ্য সর্বশেষ একসঙ্গে দেখা গিয়েছিল ১৮৬৬ সালে। এমনিতেই চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছাকাছি চলে এলে আমরা একে উজ্জ্বল ও বিশাল রূপে দেখি, যাকে 'সুপার মুন' হিসেবে আখ্যায়িত করা হয়। আর চান্দ্রবর্ষ সৌরবর্ষের তুলনায় গড়ে এগারো দিন কম হওয়ায় প্রতি ২ দশমিক ৭ বছরে এক মাসে দুটি পূর্ণিমা হয়। একইভাবে প্রতি ১৯ বছরে সাতবার দেখা পাওয়া যায় নীলাভ চাঁদ বা ব্লু মুনের। অন্যদিকে পরিভ্রমণ অবস্থায় পৃথিবী, চাঁদ ও সূর্য কখনও একই সরলরেখায় এসে পড়ে। এ সময় ক্ষণিকের জন্য পৃথিবী থেকে চাঁদকে অদৃশ্য দেখায়। এ মুহূর্তটিকেই বলা হয় চন্দ্রগ্রহণ।
বিষয়টি নিয়ে বাংলাদেশের অনুসন্ধিৎসু চক্রের জ্যোতির্বিজ্ঞান বিভাগের সভাপতি মো. শাহজাহান মৃধা জানান, সূর্যগ্রহণ খালি চোখে দেখা ক্ষতিকর হলেও চন্দ্রগ্রহণ তা নয়। চন্দ্রগ্রহণ দেখতে বাইনোকুলার বা টেলিস্কোপ আবশ্যক নয়, তবে পরিস্কারভাবে দেখতে সেগুলোর ব্যবহার করা যেতে পারে। ছবি তোলার জন্য যে কোনো জুমলেন্সসহ ক্যামেরাই যথেষ্ট। এই গ্রহণ পর্যবেক্ষণের জন্য অনুসন্ধিৎসু চক্র নানা প্রস্তুতি নিয়েছে।
তিনি জানান, রাজধানীর কেন্দ্রীয় ও বৈজ্ঞানিক পর্যবেক্ষণ ক্যাম্পটি হবে মান্ডার গ্রিন মডেল টাউনে। মেঘমুক্ত আকাশ থাকা সাপেক্ষে ক্যাম্প সন্ধ্যা ৫টা ৩৭ মিনিটে শুরু হয়ে শেষ পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। চাঁদ যথাযথভাবে পর্যবেক্ষণের জন্য ক্যাম্পে ১৪ ইঞ্চি এবং ৮ ইঞ্চি মিড ক্যাসিগ্রেইন টেলিস্কোপ, ৬ ইঞ্চি ওরিয়ন টেলিস্কোপ ও ফটোমিটার থাকবে। এ ছাড়াও গ্রহণ চলাকালে কেন্দ্রীয় ক্যাম্পে বড় পর্দায় ও অনুসন্ধিৎসু চক্রের ফেসবুক পেজে সরাসরি তা সম্প্রচারের ব্যবস্থা থাকবে।
শাহজাহান মৃধা আরও জানান, ঢাকার বাইরেও অনুসন্ধিৎসু চক্র রাজশাহী শাখা ও অ্যাস্ট্রনমি অ্যান্ড সায়েন্স সোসাইটি অব রুয়েট যৌথভাবে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খেলার মাঠে, অনুসন্ধিৎসু চক্র পঞ্চগড় শাখা জেলা প্রশাসন আইসিটি বিভাগের সহযোগিতায় সদর সরকারি অডিটোরিয়াম প্রাঙ্গণে ও অনুসন্ধিৎসু চক্র বরিশাল শাখা বিএম কলেজ খেলার মাঠে চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণ ক্যাম্প আয়োজন করেছে।